বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

গণেশ ( গদ্যরচনা )



গণেশ  ( গদ্যরচনা )




শিবপত্নী পার্বতী, নিজপুত্র গণেশকে, দুটি 'বর' দিয়েছিলেন।
'বর'।
দেবতার কাছ থেকে, লব্ধ অনুগ্রহ। আশীর্বাদ।
এক্ষেত্রে, গণেশ, মায়ের কাছ থেকে,  অনুগ্রহ  এবং আশীর্বাদ পেয়েছিলেন।
'বর'-এর সাথে, 'বরাভয়'ও  সাধারণত সংযুক্ত থাকে।
'বরাভয়'।
আশীর্বাদের বা অভয়দানের ভাবযুক্ত, হাতের  আঙুল দ্বারা করণীয় বিশেষ ভঙ্গি, বা  'মুদ্রা'। 
আশীর্বাদ  ও  অভয়দান বা আশ্বাস দান।
'মুদ্রা'।
আশীর্বাদের সময়, বা উপাসনার সময়ে,  বিভিন্ন ভঙ্গিতে, করাঙ্গুলি বিন্যাস।

মায়ের কাছ থেকে পাওয়া, 'বর'।  এক।
সমস্ত দেবতাদের মধ্যে, গণেশ, সবার আগে পূজা পাবেন।

মায়ের কাছ থেকে পাওয়া, 'বর'। দুই।
গণেশকে, জীবনে কখনও দুঃখের সম্মুখীন হতে হবে না।

তাই, গণেশ ভক্তরা, ভুল করে, পা দিয়ে, গণেশের বাহন, ইুঁদুরকে পিষে দিলেও, কিংবা, গৃহিণীরা, ইঁদুরকে, বিষ দিয়ে মেরে ফেললেও, গণেশ একটুকুও  দুঃখ পান না ।

গণেশ বরং, তাঁর ভক্তরা যারা পা দিয়ে গণেশের বাহন ইুঁদুরকে পিষে দেয়, কিংবা সেই সব গৃহিণীরা,  যারা বিষ দিয়ে ইঁদুরকে মেরে ফেলে,  তাদের কিছুই বলেন না !

বরং নাড়ু খাবেন বলে, তাদের কাছ থেকে, হাত পেতে,  'নাড়ু' চান !



নাড়ু খেয়ে,  গণেশ, দারুণ মজা আর আনন্দ পান !




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন