রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

দ্বৈতবাদ অদ্বৈতবাদ ( গদ্যরচনা )





                                                                  লেখক প্রণব কুমার কুণ্ডু

দ্বৈতবাদ অদ্বৈতবাদ  ( গদ্যরচনা )


আমাদের অহংকার দূর না ্হলে, ধর্মকর্মের ব্যাপারে কিছুই হবে না।

 অহংকার দূর হ্ওয়ার আগে, দ্বৈতবাদ, আসলে ভয়ংকর ভাবে, আসক্তি বন্ধনের জন্য।

অহংকার দূর ্হয়ে গেলে, দ্বৈতবাদ, প্রেমবন্ধনের জন্য।

আমাদের সাত্ত্বিক জ্ঞানের উন্মুখতায়, দ্বৈতবাদ অদ্বৈতবাদে পরিণত হয়।

মানুষ যখন অনুভবে, ব্রহ্মের সাথে এক হয়ে যায়, তখন মানুষের ব্রহ্মজ্ঞান হয়।

ব্রহ্মের কাছে ভক্ত, অনুভবে আলাদা থেকে, আলাদা ভাবে অনুভবশীল হয়ে বিদ্যমান থাকলে, তখন দ্বৈতবাদ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন