আত্মার গুণ
আত্মার গুণ ! আত্মগুণ ! সেটা আত্মোৎকর্ষ !
আত্মার চোদ্দো প্রকার গুণ !
১। বুদ্ধি
২। হর্ষ
৩। অভিলাষ
৪। চেষ্টা
৫। ঘৃণা
৬।পরিমাণ
৭। সংখ্যা
৮। মিলন
৯। বিচ্ছেদ
১০। বিরহ
১১। গুণবিহীনতা
১২। ধারণা
১৩। মেধা
১৪। স্মৃতি
এক এক করে, মিলিয়ে দেখুন, ঐ চোদ্দোপ্রকার গুণের সাথে, আপনার নিজস্ব গুণগুলোর, কোন সাদৃশ্য আছে কিনা !
সাদৃশ্য। আনুরূপতা। একরূপতা। তুল্যতা।
কালীপূজার দিন, বা, কালীপূজার আগের দিন, 'চতুর্দশী' তিথিতে, 'চোদ্দো শাক' খেলে, ঐ চোদ্দোপ্রকার গুণ, বাড়তে পারে কিনা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন