বেদের রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী
তুমি বেদের রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী ! তুমি চিরকাল চিরদিনের জন্য অমর !
তুমি সমস্ত বিশ্বজুড়ে ব্যাপ্ত হয়ে আছ !
প্রতিদিনই রাত্রি আসে, রাত্রি যায়, রাত্রি হয়, আর তুমি চির অমরই থেকে যাও !
তুমি পরা চিৎশক্তিরূপে, তোমার বোন ব্রহ্মবিদ্যাময়ী ঊষাদেবীকে প্রকাশ করে থাক !
ঊষা রাত্রির অধিষ্ঠাত্রী দেবী !
ঊষাদেবীর প্রকাশে স্বতঃই সকল অন্ধকার দূর হয়ে যায় !
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, আমরা, বেদের রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী, ঊষাদেবীকে আর সূর্যদেবকে, নিবিচ্ট মনে একসাথে প্রণাম করি !
বেদোক্ত রাত্রিসূক্তের, রাত্রিদেবীর আগমন হেতু, আমরা, সন্ধ্যাবেলায়, প্রদীপ জ্বালিয়ে, তাঁকে বরণ করি ! শঙ্খ বাজাই ! প্রণাম করি !
রাত্রিরূপাদেবী, রাত্রিময়ী চিৎশক্তি ! তিনি, পরমাকাশরূপ, সর্বব্যাপী পরমাত্মার কন্যা !
তুমি, সঘৃত, আমিষবর্জিত, সুগন্ধি আতপ পুষ্পান্ন গ্রহণ কর !
রাত্রিদেবীর আগমনে, আমরা বাড়িতে সুখে শয়ন করি। নিদ্রা যাই !
তুমি সমস্ত বিশ্বজুড়ে ব্যাপ্ত হয়ে আছ !
প্রতিদিনই রাত্রি আসে, রাত্রি যায়, রাত্রি হয়, আর তুমি চির অমরই থেকে যাও !
তুমি পরা চিৎশক্তিরূপে, তোমার বোন ব্রহ্মবিদ্যাময়ী ঊষাদেবীকে প্রকাশ করে থাক !
ঊষা রাত্রির অধিষ্ঠাত্রী দেবী !
ঊষাদেবীর প্রকাশে স্বতঃই সকল অন্ধকার দূর হয়ে যায় !
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, আমরা, বেদের রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী, ঊষাদেবীকে আর সূর্যদেবকে, নিবিচ্ট মনে একসাথে প্রণাম করি !
বেদোক্ত রাত্রিসূক্তের, রাত্রিদেবীর আগমন হেতু, আমরা, সন্ধ্যাবেলায়, প্রদীপ জ্বালিয়ে, তাঁকে বরণ করি ! শঙ্খ বাজাই ! প্রণাম করি !
রাত্রিরূপাদেবী, রাত্রিময়ী চিৎশক্তি ! তিনি, পরমাকাশরূপ, সর্বব্যাপী পরমাত্মার কন্যা !
তুমি, সঘৃত, আমিষবর্জিত, সুগন্ধি আতপ পুষ্পান্ন গ্রহণ কর !
রাত্রিদেবীর আগমনে, আমরা বাড়িতে সুখে শয়ন করি। নিদ্রা যাই !
সূত্র 'শ্রীশ্রীচণ্ডী', পৃষ্ঠা ৩৪-৩৫। গীতা প্রেস।
মূল সংস্কৃত থেকে অনুবাদক - শ্রীরামনারায়ণদত্ত শাস্ত্রী "রাম"।
বঙ্গানুবাদ -শ্রীদুর্গাপ্রসন্ন ভট্টাচার্য।
মূল সংস্কৃত থেকে অনুবাদক - শ্রীরামনারায়ণদত্ত শাস্ত্রী "রাম"।
বঙ্গানুবাদ -শ্রীদুর্গাপ্রসন্ন ভট্টাচার্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন