শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

অষ্টভুজা দুর্গা

অষ্টভুজা দুর্গা



মা দুর্গার, অনুপম আটহাত বিশিষ্ট মৃন্ময়ী দেবী মূর্তি।

আট হাতে ক্রমশ গদা খড়্গ ত্রিশূল বাণ ধনুক পদ্ম ঢাল ও মুগুর।

মূর্তির মাথায় চন্দ্রচিহ্ন।

মায়ের তিন নেত্র।

রক্তরাঙা বস্ত্র পরনে।

দেবী সিংহ আরূঢ়া।

ত্রিশূল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মহিষাসুর বধ হচ্ছে।

পুজোতে লাল করবীর ফুল লাগে।

দুর্গামাকে মালপোয়া খাওয়াতে হয়।

দুর্গামায়ের ভক্তরাও মালপোয়ার ভাগ পায়।




* সূত্র  'শ্রীশ্রীচণ্ডী', গীতা প্রেস। পৃষ্ঠা ২১২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন