শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

রাধাষ্টমী ( গদ্যরচনা )


রাধাষ্টমী  ( গদ্যরচনা )


রাধাষ্টমী তিথিতে শ্রীরাধার জন্ম। সেটা দ্বাপর যুগের শেষের দিকের ঘটনা। শ্রীরাধা, শ্রীকৃষ্ণের চেয়ে, বয়সে প্রায় এক বছরের বড়।ভাদ্রমাসের শুক্লা অষ্টমীতে, শ্রীকৃষ্ণের জন্মের প্রায় এক বছর আগে, শ্রীরাধার জন্ম ! যেখানে, প্রায় এক বছর পরে,  ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে, শ্রীকৃষ্ণের জন্ম।

শ্রীরাধা, শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি !

শ্রীকৃষ্ণের কাছে, শ্রীরাধা, আহ্লাদযুক্তা আনন্দদায়িনী বিহ্বলতা !

বৈষ্ণব শাস্ত্রে, যে স্বরূপশক্তির 'বলে', ভগবান শ্রীকৃষ্ণ নিজে আনন্দিত হন, এবং অন্য সকলকেও আনন্দিত করেন।

হ্লাদিনী । আহ্লাদযুক্ত।ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি।

হ্লাদিনীশক্তি, ভগবৎশক্তি বিশেষ !


*  সূত্র  'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত', গীতা প্রেস।                                                                                                                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন