সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

গার্হস্থ্য আশ্রমে



গার্হস্থ্য আশ্রমে


গার্হস্থ্য বা গার্হস্থ বলতে বোঝায় গৃহস্থাশ্রম। গৃহস্থ জীবন।

আশ্রম অর্থাৎ সংসার ত্যাগী সাধু বা তপস্বিদের আবাস। শাস্ত্রচর্চার বা সাধনার স্থান। মঠ।

সৎসঙ্গ, সাধু লোকের বা ভালো লোকের সঙ্গ বা সাহচর্য।

গার্হস্থ্য আশ্রমে, সৎসঙ্গের, স্ত্রীসংসর্গের নিয়ম আছে।

স্ত্রীসংসর্গ অর্থাৎ, স্ত্রীর সঙ্গে সহবাস। সংগম।


ঋতু শুরুর দিন থেকে, ঋতুর পঞ্চম দিন, অথবা, ঋতুর ষষ্ঠ দিন  থেকে,  ঋতুর একাদশ দিন পর্যন্ত, স্ত্রীসংসর্গ অর্থাৎ, স্ত্রীর সঙ্গে সহবাস, সংগম-এর  প্রশস্ত সময়।

ঋতু, স্ত্রীলোকেদের মাসিক রজস্রাব। স্ত্রীরজ।

ঋতুমতী, রজস্বলা। যার ঋতুস্রাব হয়, এমন।

ঋতুস্নান, ঋতুমতী হওয়ার পর, চতুর্থ দিনের দিন, স্নান করার সংস্কার।


সুখসঙ্গম, ধীরে ধীরে, সময় বইয়ে, করা যায় বা দেওয়া যায়।

প্রয়োজনে, প্রত্যাহার,
এবং অথবা, কুম্ভক, করা যায়।

সাবধানে চলা ভালো।




*  সূত্র :  শ্রীশ্রীগোস্বামীপ্রভুর মন্ত্রশিষ্য বরিশাল নিবাসী, প্রয়াত রসিকচন্দ্র রায়ের ডাইরী। 'মন্দির' পত্রিকা, পৌষ  ১৪১৬।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন