শুদ্ধ বিশুদ্ধ থাকা ধর্ম সম্প্রদায়ের মহান গুরুদেবের ফরমান !
গুরুদেব শিষ্যকে কহিলেন, "বুঝেছ উপেন,"
"মিথ্যা কথা বলিবে না" !
"চুরি করিবে না" !
"নিজের বৌ-এর সঙ্গও অধিক করিবে না" !
"সম্প্রদায়ের সমস্ত স্ত্রী-লোকদের ভগিনী বলিয়া জ্ঞান করিবে" !
কিছুদিন বাদে সম্প্রদায়ের সমস্ত ভগিনীরা সম্প্রদায় ছেড়ে পালিয়ে চলে গেল !
বুঝলো ওখানে তাদের কিছুই হ্ওয়ার নেই !
কিছু পাওয়ারও নেই !
তখন সম্প্রদায়ের বাইরে এবং ভেতরে, ছিছিক্কার পড়ে গেল !
সম্প্রদায় ভেঙ্গে গেল !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন