শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

নৈহাটির অঙ্কের মাস্টার মশাই নলিনী বাবু

নৈহাটির অঙ্কের মাস্টার মশাই নলিনী বাবু



শ্রী নলিনী রঞ্জন বিশ্বাস, সুযোগ্য সুপ্রশংসিত অঙ্কের মাস্টার মশাই !

নৈহাটির মহেন্দ্র স্কুলে তিনি শিক্ষকতা করেছেন, ১৯৫৫ সালের সেপ্টেম্বর মাস থেকে।
রিটায়ার  করেন ১৯৯৬ সালের ৩০শে জুলাই।
তখন নলিনীবাবুর বয়স হয়েছিল ৬৫ বছর।
সুদীর্ঘ একচল্লিশ বছর পর্যন্ত স্কুলে তাঁর শিক্ষকতার জীবন।

ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে, তিনি ছিলেন সম্মানীয় নলিনী বাবু।

প্রাইভেট টিউশনও করতেন।
প্রাইভেটে বি.এস.সি লেভেল পর্যন্ত, ছাত্র-ছাত্রীদের অঙ্কশাস্ত্র শিক্ষা দিতেন।
ইনজিনিয়ারিং-এর ছাত্র-ছাত্রীরাও, তাদের প্রথম বর্য চলাকালীন, তাঁর কাছে অঙ্ক শিখতে আসত।

নলিনীবাবুর মতো, অঙ্কশাস্ত্রে শিক্ষা দেওয়ার মতন শিক্ষক, বিরল !

তাঁকে সম্মান জানাচ্ছি !

নলিনীবাবুর জন্ম ১৯৩১ সালের ১লা জুলাই। মৃত্যু ২০১৫ সালের ২৫শে ডিসেম্বর, বড়দিনের দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন