শনিবার, ১৮ মার্চ, ২০১৭

শৌচ


শৌচ



পুরুত মশাই, মন্ত্রপড়ে, সব ধরণের  'শৌচক্রিয়া',  করান !
ওটা মন্ত্রশৌচ !

শৌচ। শুচিতা ! শাস্ত্র অনুসারে, অন্তর ও দেহের শোধন ! [ সং . শুচি + অ ]।

আমরা জল দিয়ে,  'শৌচক্রিয়া', করি !
সেটা তখন 'জলশৌচ' !

মলত্যাগের পর, মলদ্বার ইত্যাদি পরিষ্কার করা ! 'হাত'  সাবান ইত্যাদি দিয়ে ধুয়ে ফেলা !

একটা আফশোস !

পুরুত মশাইরা, সাধারণত, পয়সার বিনিময়েও [ 'দক্ষিণার' ], 'জলশৌচ'  ক্রিয়া  করান না !

ওটা আমার 'আফশোস'ই রয়ে গেল !

'শৌচাগার'। মলমূত্রাদি ত্যাগের জন্য ঘর ! Lavatory. !

ওটা শৌচাগার। আগে ছিল 'ভাগাড়' ! এখন শৌচাগার ! কিছু সময়ের জন্য, ওটা যেন, 'কারাগার' !

তবে, ভালো কথা, 'শৌচালয়' ! ওটা যেন একটা 'মনসুখকর' আলয় !

জয় হোক, মোদির 'জয়' !

বিজেপির 'বিজয়' !

ভাগাড় থেকে, শৌচাগার ! তারপর, শৌচালয় !

মোদিজির ক্রম উত্থান...!

থুড়ি, বিজেপির !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন