বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

প্রায় দেড়মনি ওজনের দুটি পানতুয়া !


প্রায় দেড়মনি ওজনের দুটি পানতুয়া !



বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি ভাড়া করে' আলমবাজার থেকে, ঠাকুর রামকৃষ্ণের  নামে মঠ, ওখানে উঠিয়ে আনা হয়েছিল !
সেবার ঐ বাগানবাড়িতে এবং বাগানে,  শ্রীশ্রীরামকৃষ্ণের 'জন্মতিথি' পালন  ও শ্রীশ্রীরামকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয় !
জন্মতিথি প্রতিপালন ও পূজার দিনটি ছিল ১৮৯৮ সালের ২২শে ফেব্রুয়ারি !

ঐদিন, প্রায় দেড়মনি ওজনের দুটি পানতুয়া, মুর্শিদাবাদ থেকে, স্বয়ং নিয়ে এসেছিলেন, স্বামী অখণ্ডানন্দজি !

( এক মন = ৪০ সের ! =  প্রায় ৩৭ ১/২ কিলোগ্রাম ! )।

অদ্ভুত আকারের ঐ অতবড় আর বিশাল ভারি পানতুয়া দুটো দেখতে, মঠে উপস্থিত সমস্ত ভক্তরা ছুটলেন !

স্বামী বিবেকানন্দও দেখলেন পানতুয়া দুটি ।

বিবেকানন্দ নির্দেশ দিলেন, পানতুয়াদুটি ঠাকুরঘরে নিয়ে গিয়ে রাখতে !

সেখানে, শ্রীরামকৃষ্ণের ফোটোর সামনে,  নৈবেদ্য হিসাবে, 'পানতুয়া'দুটি রাখা হল !
ঠাকুরের পূজা হল !

তারপর পানতুয়া দুটি খণ্ড খণ্ড করে কাটা হল !
বিবেকানন্দ সহ সমবেত ভক্তবৃন্দ সবাই খেলেন ! প্রসাদ পেলেন !

আর তাঁদের যে কি মজা,  আনন্দ আর স্ফূর্তি হল, তা বলবার নয় !



সূত্র: 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ৭৭, ৮০।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন