'তিঙ্' ( গদ্যরম্যরচনা )
সংস্কৃত ব্যাকরণের ১৮০ টি ধাতু বা ক্রিয়া বিভক্তি।
ভেবে দেখুন, কত ক্রিয়া তখন, প্রাচীন 'সংস্কৃত' ভারতের লোকজন করতেন, যে ১৮০ টি ক্রিয়া বিভক্তি, দরকার পড়ত !
সংস্কৃত ব্যাকরণের প্রথমা বিভক্তি, 'তিপ্'-এর 'তি', নিয়ে, শেষের বিভক্তি, অর্থাৎ অন্তিমা বিভক্তি, 'মহিঙ্'-এর 'ঙ্' নিয়ে, শুরু এবং শেষের দিগ্নির্ণয়, 'তি' এবং 'ঙ্'। দুটি মিলিয়ে দিয়ে, তাই, 'তিঙ্' !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন