বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

রক্ত সঞ্চলন

             রক্ত সঞ্চলন




আমাদের শরীরের রক্ত, হৃদ্‌পিণ্ড পাম্প করে, সারা শরীরে রক্তবাহী ধমনিসমূহের ভেতর দিয়ে, প্রবহিত করায়।

রক্তবাহী শিরাসমূহের ভেতর দিয়ে, সেই রক্ত আবার হৃদ্‌পিণ্ডে ফেরত আসে।

এই একবার হৃদ্‌পিণ্ড থেকে রক্ত বেরিয়ে,  ফের হৃদ্‌পিণ্ডে রক্ত ফেরত আসতে,  আমাদের স্বাভাবিক বিশ্রাম অবস্থায়, এক মিনিট সময় নেয়।

চূড়ান্ত পরিশ্রমসাধ্য কর্মশীল অবস্থায়, রক্ত, প্রতি  মিনিটে, ছ'বার পর্যন্ত, হৃদ্‌পিণ্ডে, যাতায়াত করতে পারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন