বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

এঁটো




এঁটো


দুধ খাও ? ওটা তো বাছুরের এঁটো !
গুড় চিনি খাও ? ওটা তো মাছি আর পিঁপড়ের এঁটো !
ফল খাও ? বাদুর আর পাখির এঁটো !
মধু খাও ? সে তো বাঁজা কর্মী মৌমাছির এঁটো !
হামি খাও ? সেও তো এঁটো-এঁটো মাখামাখি !
তাই এঁটোতে-এঁটোতে এত ঘ্যানপ্যানানি কেন ?


শ্রাদ্ধপুরুতের এঁটো অনেক শ্রাদ্ধক্রিয়ায় খেতে ্হয় ! ওটা এঁটো নয় ?


ঠাকুরের এঁটো তো প্রসাদ ! ওটা জগন্নাথদেবের হলে আবার নহাপ্রসাদ !



প্রেম ভালোবাসায় অনুরাগে, প্রীতি-সৌহার্দ্যে বন্ধুত্বে, প্রণয়াকাঙক্ষায়, যে চুমু খেয়ে,  হৃদয়-মন  ভরানো হয়,  তাও তো এঁটো-এঁটোময় ! তবে এই চুমু খাওয়ায়, এঁটোঘেন্নার  ব্যাপারই নেই ! এটা স্বর্গীয় এঁটো ! এই এঁটোর চমক জেগে থাকে, সারাটা জীবনজুড়ে,  সারাটা জীবন ধরে !  স্মৃতির খোপে খোপে,  মনের খোঁপায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন