বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

সুরিনাম




সুরিনাম


আমার 'কবিতাদর্শন'-এ এখন 'সুরিনাম'-এর নাম যোগ হয়েছে !

আটল্যান্টিক মহাসাগরের তীরে, দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অংশে, 'সুরিনাম' রাষ্ট্র।

সুরিনাম, দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র।

সুরিনামের রাজধানী, 'পারামারিবো'।

সুরিনামে অনেক বক্সাইট খনি আছে !

সুরিনাম  বক্সাইট আকরিকের জন্য বিখ্যাত।

বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়।

সুরিনামে প্রায় ৩৭%  লোক ভারত থেকে এসেছিল এবং তারা হিন্দু ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন